রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঢাকা আন্তঃ বিমানবন্দর থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে মোঃ আব্দুল বারী ও মোঃ জহিরুল ইসলাম।
রবিবার (৫ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) দুপুর ২:১০টায় বিমানবন্দর থানার ইর্শ্বাল….. কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে হেরোইনসহ আটক করা হয়।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ আজিজুল হক মিঞা পিপিএম ডিএমপি নিউজকে বলেন, দুইজন মাদক কারবারি ঢাকা আন্তঃ বিমানবন্দর থানার ইর্শ্বাল কলোনী এলাকার রাজুর ঘরোয়া খাবারের হোটেলের সামনে হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ৮৯০ গ্রাম হেরোইনসহ আব্দুল ও জহিরুলকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে ঢাকা আন্তঃ বিমানবন্দর থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।