1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হিজরি নববর্ষ যেভাবে পালন করেন মুসলিমরা - NEWSTVBANGLA
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

হিজরি নববর্ষ যেভাবে পালন করেন মুসলিমরা

প্রতিনিধি

শিগগিরই ইসলামী চান্দ্র বর্ষপঞ্জির নতুন বছরকে স্বাগত জানাবে মুসলিম বিশ্ব। চান্দ্র বর্ষপঞ্জির নতুন বছর হিজরি নববর্ষ নামে পরিচিত। মুহাররম মাসের প্রথম দিনে শুরু হয় হিজরি নববর্ষ। প্রতি বছর মক্কায় অনুষ্ঠিত হজের পরে উদযাপিত হয় হিজরি নববর্ষ। হিজরি নববর্ষ মুসলমানদের মাঝে আত্মিক অনুশোচনা ও নতুন করে অনুপ্রাণিত হওয়ার সুযোগ এনে দেয়।

চাঁদের অবস্থান অনুযায়ী ২০২৫ সালের হিজরি নববর্ষ ২৬ জুন বৃহস্পতিবারের আশপাশে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমেই সূচনা হবে ১৪৪৭ হিজরি বর্ষের।

হিজরি বর্ষ বা মাসের সুনির্দিষ্ট দিন নির্ভর করে আঞ্চলিক ইসলামি কর্তৃপক্ষের চাঁদ দেখা সংক্রান্ত ঘোষণার ওপর। হিজরি ক্যালেন্ডার চাঁদের উপর ভিত্তি করে, তাই রমজান ও ঈদুল ফিতরের মতো ইসলামি উৎসবও মাসের তারিখ প্রতি বছর বদলায়।

৬২২ খ্রিস্টাব্দে মহানবী হজরত মুহাম্মদ (সা.) মক্কা থেকে মদিনায় হিজরতের দিন থেকে হিজরি ক্যালেন্ডার বা বর্ষের গণনা শুরু হয়েছে। মহানবী (সা.) এর হিজরত ইসলামের সামাজিক ও রাজনৈতিক ঐক্য স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

মুহাররম মাস ইসলামের চারটি পবিত্র মাসের একটি, এই মাসে যুদ্ধ নিষিদ্ধ। এটি আল্লাহ কাছে দোয়া, দান ও আত্মসমালোচনার অনুকূল সময়।

হিজরি নববর্ষ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, সিরিয়াসহ ২০টিরও বেশি সরকারি ছুটি ঘোষণা করা হয়।

সূত্র : গালফ নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট