সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হাসপাতাল কর্মীদের সঙ্গে মারামারিতে জুলাই অভ্যুত্থানে আহতরা

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ মার্চ, ২০২৫

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) কর্মীদের সঙ্গে মারামারিতে জড়িয়েছেন জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা। আহতদের দাবি, হাসপাতালে বিদ্যমান দালাল সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলায় হামলা চালায় হাসপাতালের একদল কর্মচারী ও দালাল।

সোমবার (১০ মার্চ) বেলা ১২টার দিকে হাসপাতালের ভেতরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পরিস্থিতি সামাল দিতে হাসপাতালটির সামনে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছেন। হাসপাতালের ভেতরে জরুরি বিভাগের সামনেও সেনা সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। এমনকি জরুরি বিভাগে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল সেনা পাহারায়।

মামুন আহমেদ নামক এক আহত শিক্ষার্থী বলেন, পুরো হাসপাতাল চালায় দালাল সিন্ডিকেট। এদের বিরুদ্ধে কথা বলায় সকাল ১০টার দিকে ফিজিওথেরাপি নিতে যাওয়া আমাদের কয়েকজনের ওপর হামলা চালায় হাসপাতালের একদল কর্মচারী ও দালাল। এরপর তাদের সঙ্গে কিছুটা ঝামেলা হয়।

তিনি বলেন, আমরা স্বৈারাচারে বিরুদ্ধে আন্দোলন করে আহত হয়েছি। কিন্তু এই হাসপাতালের কর্মীদের কাছে যেন আমাদের কোনো মূল্যই নেই। প্রায়ই তারা আমাদের সঙ্গে খারাপ আচরণ করে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালটির এক কর্মী বলেন, বেশ কিছুদিন ধরেই এই হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের সঙ্গে তাদের দ্বন্দ্ব চলে আসছে। এর মধ্যে রোববার রাতে ব্লাড ব্যাংকের কর্মী রফিককে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে ওইদিন হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন কর্মীরা। এর মধ্যে তাদের ওপর হামলার ঘটে বলে দাবি করেন ওই কর্মী।
এদিকে এসব প্রসঙ্গে জানতে পঙ্গু হাসপাতাল পরিচালক ডা. মো. আবুল কেনানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।