শুক্রবার ফেসবুকে দুটি শিশুর ছবি ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়-‘বাবাকে না পেয়ে পুলিশ মা ও শিশুকে আটক করেছে’। এই দাবির সঙ্গে দুটি ছবি সংযুক্ত ছিল- একটি ছবিতে একটি শিশুকে হাতকড়া পরা অবস্থায় দেখা যায়, অন্যটিতে একটি শিশুকে প্রিজনভ্যানে মায়ের সঙ্গে বসে থাকতে দেখা যায়।
ছবিগুলো নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার পর বিষয়টি যাচাই করে দেখা গেছে, দুটি ছবি দুই শিশুর এবং ঘটনাও আলাদা।
প্রিজনভ্যানে মায়ের সঙ্গে থাকা শিশুটির একটি ভিডিও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে।
জানা গেছে, ঘটনাটি ঢাকার আদালত প্রাঙ্গণে ঘটে। ভিডিওতে দেখা যাওয়া নারী হলেন লালবাগের কাউন্সিলর ও ছাত্রহত্যা মামলায় আটক আওয়ামী লীগ নেতা হাসিবুর রহমান মানিকের স্ত্রী ফারজানা রহমান নিলা।
এই ভিডিওটি ৮ এপ্রিল ফেসবুকে পোস্ট করা হয় হাসিবুর রহমানের নামে পরিচালিত একটি পেজ এবং তার ঘনিষ্ঠদের প্রোফাইল থেকে। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, শিশুটি মায়ের সঙ্গে প্রিজনভ্যানে অবস্থান করছে। তবে তাকে হাতকড়া পরানো হয়নি-এমন কোনো দৃশ্য বা তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, হাতকড়া পরা শিশুর ছবিটি কোথা থেকে এসেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফেসবুক পোস্টে ফ্যাক্টচেকার কদরুদ্দীন শিশির জানান, ছবিটি কোথায় তোলা হয়েছে বা এটি কোন সময়ের, তা খুঁজে পাওয়া যায়নি।
তিনি আরও উল্লেখ করেন, দুটি শিশুর বয়স ও চেহারার ভিন্নতা থেকেই বোঝা যায়, এটি একই শিশু নয়।
অনেকেই দাবি করছেন, শিশুর হাতে দেখা যাওয়া হাতকড়াটি আসলে খেলনা হতে পারে, যা বর্তমানে বাজারে সহজলভ্য।
সুতরাং, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া দুইটি ছবি একই ঘটনার নয়। একটিতে যে শিশু হাতকড়া পরেছে, তার পরিচয় এখনও অজানা, এবং অন্যটি ঢাকার আদালতে ধারণ করা একটি ঘটনার ভিডিও, যেখানে আটক মায়ের সঙ্গে তার সন্তানকে দেখা গেছে।