রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‘হয় পুরো গাজা দখল করুন, নয়তো ইস্তফা দিন’

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

গাজায় সংঘাত ইস্যুতে নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জামিরকে কড়া বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যদি পুরো গাজা উপত্যকা দখলে আনার পরিকল্পনাতার না থাকে, তাহলে যেন তিনি পদত্যাগ করেন।

সেনাপ্রধানকে উদ্দেশ্য করে এক লিখিত বার্তায় তিনি বলেছেন, “আমাদের লক্ষ্য পুরো গাজা দখলে আনা। এজন্য গাজার সর্বত্র আমাদের অভিযান চালাতে হবে। এমনকি হামাস যেসব অঞ্চলে ইসরায়েলি জিম্মিদের লুকিয়ে রেখেছে বলে আমরা সন্দেহ করছি, সেসব অঞ্চলেও চালাতে হবে অভিযান। আমাদের এই লক্ষ্য যদি আপনার পছন্দ হয়— তাহলে দায়িত্ব পালন করুন, নয়তো ইস্তফা দিন।”

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের সূত্রের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দৈনিক জেরুজালেম পোস্ট।

গত জানুয়ারিতে ইসরায়েলের সেনাপ্রধানের পদ থেকে অব্যাহতি নেন লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি। পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের প্রধান লক্ষ্য হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করা। সেই লক্ষ্য পূরণ হয়নি বলেই পদত্যাগ করছেন তিনি।

লেফটেন্যান্ট জেনারেল হালেভি পদত্যাগের দু’মাস পর মার্চ মাসে নতুন সেনাপ্রধান হন লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জামির।

এদিকে আজ মঙ্গলবার সকালে নেতানিয়াহু মন্ত্রিসভার একটি বর্ধিত বৈঠক ডেকেছেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর। সেই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হলো গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি’।

হামাসের প্রতিক্রিয়া

সেনাপ্রধানকে নেতানিয়াহুর বার্তার প্রতিক্রিয়া জানিয়েছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির একজন মুখপাত্র বলেন, “আমরা তার বার্তাকে গুরুত্ব দিচ্ছি না। তার মূল লক্ষ্য যে পুরো গাজা দখল করা— তা আমরা আগে থেকেই জানি।”

সূত্র : জেরুজালেম পোস্ট