1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হংকং-ভারত ম্যাচ ঢাকায়, মাঠ সংস্কারে বিলম্ব - NEWSTVBANGLA
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

হংকং-ভারত ম্যাচ ঢাকায়, মাঠ সংস্কারে বিলম্ব

খেলা :

সিঙ্গাপুর ম্যাচ শেষে বাফুফে জাতীয় স্টেডিয়ামের মাঠ সংস্কারের পরিকল্পনা করেছিল। আগামী তিন মাসের মধ্যে মাঠের মাটি উঠিয়ে পুনরায় ঘাস রোপনের চিন্তা-ভাবনা ছিল ফেডারেশনের। বিষয়টি সময়সাপেক্ষ হওয়ায় সেখান থেকে সরে এসেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

আজ কম্পিটিশন কমিটির সভা শেষে নির্বাহী সদস্য ও কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘আমরা কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি অনেকেই তিন-চার মাসের সময়ের কথা বলছে। অক্টোবরের আগে আমরা সেভাবে ঝুঁকি নিতে চাই না। নভেম্বরের পর অনেক দিন আন্তর্জাতিক খেলা নেই। তখনই বড় ধরনের সংস্কার শুরু করতে চাই। এর মধ্যে মাটি না উঠিয়ে ঘাসের মান উন্নয়নের কাজ আমাদের তত্ত্বাবধানেই চলবে।’

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের দু’টি হোম ম্যাচ রয়েছে অক্টোবর-নভেম্বরে। সেই দু’টি ম্যাচ ঢাকায় করার পরিকল্পনা করছে ফেডারেশন। ‘হংকং ম্যাচটি ঢাকাতেই করার আলোচনা চলছে। ভারত ম্যাচ নিয়ে এখনো আলোচনা শুরু হয়নি। তবে দু’টি ম্যাচই ঢাকায় হওয়ার সম্ভাবনাই বেশি,’ বলেন কমিটির সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার ইকবাল হোসেন। ইকবালের সঙ্গে এক সুরেই গাউস বললেন, ‘সিলেট ও চট্টগ্রাম ভেন্যু আমরা পরিদর্শন করেছি। সেখানে বেশ কিছু কাজ প্রয়োজন। এই সময়ের মধ্যে সেগুলো করা কঠিন আবার ব্যয় সাপেক্ষ। তাই ঢাকা স্টেডিয়াম নিয়েই আমরা হংকং ম্যাচের পরিকল্পনায় এগুচ্ছি।’

বাফুফের পরিকল্পনা ক্ষণে ক্ষণে বদলায়। জুলাই থেকে মাঠ সংষ্কার হবে এজন্য সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্ট বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজনের সিদ্ধান্ত হয়। অথচ এখন সেই সংস্কার পিছিয়ে যাচ্ছে। জাতীয় স্টেডিয়ামে নারীদের টুর্নামেন্ট আয়োজন হলে দর্শক সমাগম, টিকিট বিক্রি সবই বাড়ত। ভেন্যু নির্ধারিত হয়ে যাওয়ায় আর বদল করবে না বাফুফে।

১০ জুন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের আর্থিক হিসাব এখনো প্রকাশ করেনি বাফুফে। আজ কম্পিটিশন কমিটির সভার পর আয়-ব্যয়ের তথ্য গণমাধ্যমকে জানানো হবে এমন গুঞ্জন ছিল। সেই আশায় গুড়েবালি। কম্পিটিশন কমিটি এজন্য বল ঠেলে ফিন্যান্স কমিটির কোর্টে পাঠিয়েছে। তবে কমিটির সদস্য তাজওয়ার আউয়াল সামান্য ধারণা দিয়ে বলেন, ‘দুই ম্যাচে (সিঙ্গাপুর ও ভুটান) যা ব্যয় হয়েছে এতে বাফুফের তহবিল থেকে এক পয়সা খরচ হয়নি। লাভের বিষয়টি ফিন্যান্স কমিটি বা বাফুফে নির্বাহী কমিটি ভালো বলতে পারবে।’

সিঙ্গাপুর ম্যাচে বাফুফে অনলাইন টিকিট করেছিল। এতে দর্শকদের ভোগান্তি ছিল। সেই ভোগান্তি ভবিষ্যতে দূর করে অনলাইনেই টিকিট রাখতে চায় বাফুফে, ‘আমরা আজকের মিটিংয়ে গত ম্যাচের সকল অসঙ্গতি নিয়ে পর্যালোচনা করেছি। হংকং ও ভারত ম্যাচে সেগুলো দূর করে সমর্থকরা যেন আরামে খেলা দেখতে পারেন সেই চেষ্টা থাকবে। আমরা মনে করছি অনলাইন টিকিটং বাফুফের জন্য ভালো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট