সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সৎ মা কারিনা ও বাবা সাইফকে বলিউডের সেরা দম্পতি বললেন সারা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ জুন, ২০২৫

বলিউড অভিনেত্রী সারা আলি খান বর্তমানে তার আসন্ন ছবি ‘মেট্রো ইন দিনো’কে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে বুধবার (৪ জুন) মুম্বাইয়ে ছবিটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সারা ছাড়াও উপস্থিত ছিলেন আদিত্য রায় কাপুর, নীনা গুপ্তা, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠি এবং পরিচালক অনুরাগ বসু।

ট্রেলার লঞ্চের সময় এক সাংবাদিক সারা আলি খানকে একটি বিশেষ প্রশ্ন করেন—বলিউডে তার কোন বিবাহিত দম্পতি কারা?

এই প্রশ্ন শুনে সারা প্রথমে খানিকটা বিভ্রান্ত হন, তারপর কিছু সময় নিয়ে জানান, তার প্রিয় দম্পতি হলেন তার বাবা সাইফ আলি খান এবং সৎ মা কারিনা কাপুর খান। এই জবাবে উপস্থিত সবাই হেসে ওঠেন, যা ক্যামেরায় ধরা পড়ে।

সারার এই উত্তর দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নেটিজেনরা নানা রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কেউ প্রশংসা করেন সারা আলি খানের স্পষ্ট ও স্বাভাবিক উত্তরকে, আবার কেউ কটাক্ষও করেন।

এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এই প্রশ্নটা বুঝতে এত সময় লাগল কেন?’ অন্য একজন লিখেছেন, ‘একদমই মিথ্যাবাদী।’ কেউ বা মজার ছলে লিখেছেন, ‘বাবা, বাড়ি যাও, তোমার মা তোমাকে ওয়েলকাম করবে।’

সারা আলি খানের বাবা সাইফ আলি খান ও কারিনা কাপুর খান বলিউডের বিখ্যাত ও প্রিয় দম্পতির মধ্যে অন্যতম। তাই সারা তাদের নাম উল্লেখ করায় সকলের মন জয় করেছে।