জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল স্বদেশ বাণী.কম এর প্রতিনিধি সম্মেলন ও দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টা থেকে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও বিকেলে প্রতিনিধি সম্মেলনে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিকরা অংশ গ্রহণ করে। রাজশাহী নগরীর রেলগেটে একটি কনফারেন্স রুমে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন স্বদেশ বাণী.কম এর সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান বাদশা।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আবু জার এবং ২৪ ঘন্টা টেলিভিশনের রাজশাহী ব্যুরো চিফ ও প্রোগ্রাম প্রডিউসার এ.এইচ রাজীব।
বিকেলে প্রতিনিধি সম্মেলনে রাজশাহী, নওগাঁ, নাটোর জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের হাতে নিয়োগপত্র ও পরিচয়পত্র তুলে দেন স্বদেশ বাণী.কম এর সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান বাদশা।
এসময় উপস্থিত ছিলেন স্বদেশ বাণী.কম এর উপদেষ্টা পরিষদের সদস্য গুলজার হোসেন বাচ্চু এবং আলফা ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিমিটেড এর রাজশাহী সেলস্ অফিসের এ্যসিসটেন্ট সেলস ম্যানেজার আসাদুল্লাহ আল গালিব প্রমূখ।