সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি সুবিদ আলীর নামে দুর্নীতির মামলা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া, তার স্ত্রী মাহমুদা আখতার ও ছেলে মোহাম্মদ আলীর বিরুদ্ধে ‘অবৈধভাবে’ ৮ কোটি ৮৪ লাখ টাকার সম্পদ অর্জন ও ৩০০ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্ষমতার পট পরিবর্তনের পর কুমিল্লা-১ আসনের সাবেক এই এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। মোহাম্মদ আলী কুমিল্লার দাউদকান্দি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান।

এজাহারে বলা হয়েছে, সুবিদ আলী ও তার স্ত্রী মাহমুদা আখতারের অবৈধ সম্পদের পরিমাণ যথাক্রমে ৬ কোটি ৫৮ লাখ ৯৭ হাজার ৮৫৫ টাকা ও ১ কোটি ৮৩ লাখ ১৮ হাজার ১০৪ টাকা। আর সুবিদ আলীর ছেলে মোহাম্মদ আলীর জ্ঞাতআয়বহির্ভূত সম্পদের পরিমাণ ৪২ লাখ ৫২ হাজার ৮২০ টাকা। এছাড়া সুবিদ আলীর ২২টি ব্যাংক হিসাবে ১৮১ কোটি ৪২ লাখ ২২ হাজার ২৫৫ টাকা, মাহমুদা আখতারের ১২টি ব্যাংক হিসাবে ৩৬ কোটি ৩১ লাখ ৯১ হাজার ১৪ টাকা ও মোহাম্মদ আলীর ২৫টি ব্যাংক হিসাবে ১০৩ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ৪৫৭ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে।