রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

স্ত্রীর সঙ্গে অশান্তিতে দুই খুন, পালাতে গিয়ে নিজেও মৃত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ মে, ২০২৩

নানা বিষয়ে নিয়ে স্ত্রীর সঙ্গে ছিল অশান্তি। এর জেরে নিজের স্ত্রীসহ তিন জনকে কুপিয়ে শ্বশুরবাড়ি থেকে পালানোর চেষ্টা করছিলেন এক যুবক। কিন্তু ছাদ থেকে পালানোর সময় মৃত্যু হয়েছে ওই যুবকেরও।

পশ্চিমবঙ্গে মালদহে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, পালানোর সময় উত্তেজিত জনতার হাতে ধড়া পড়ে অভিযুক্ত। সেই সময় তাকে পিটিয়ে মেরে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।
ওই যুবক যে তিনজনকে কুপিয়েছিলেন তাদের মধ্যে মৃত্যু হয়েছে দুজনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তার স্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমে ওই যুবকের নাম লেখা হয়েছে টুবাই মণ্ডল (৩৫)। পেশায় তিনি শ্রমিক।

গত কয়েক মাস ধরেই টুবাইয়ের সঙ্গে স্ত্রীর অশান্তি চলছিল। এই নিয়ে স্ত্রীকে মারধর করার অভিযোগ ওঠে। সম্প্রতি টুবাই অন্য রাজ্য কাজ করতে গেলে বাবার বাড়ি চলে যান স্ত্রী। এরপর শ্বশুর বাড়ি গিয়ে অভিযুক্ত টুবাই মণ্ডল স্ত্রীর ওপর চড়া হন। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন। সে সময় তাকে বাঁচাতে ছুটে আসে তার ভাইয়ের স্ত্রী ও ভাগ্নি। তাদেরও কুপিয়ে পালানোর সময় মারা যান টুবাই।