রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

স্টোরি শেয়ারসহ একাধিক ফিচার টেলিগ্রাম চ্যানেলে

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

মেসেজিং অ্যাপগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে টেলিগ্রাম। অন্য প্লাটফর্মগুলোর সঙ্গে এতেও বিভিন্ন ফিচার যুক্ত হচ্ছে ও পরিবর্তন আসছে। সম্প্রতি এ প্লাটফর্মে স্টোরি যুক্ত করার সুবিধা আনা হয়। এবার প্লাটফর্মটিতে একাধিক নতুন আপডেট আনা হয়েছে।

হোয়াটসঅ্যাপের আগেই টেলিগ্রামে চ্যানেল ফিচার চালু হয়েছে। এখন টেলিগ্রাম চ্যানেলেও স্টোরি শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। টেলিগ্রামের স্টোরি ফিচার অনেকটা ইনস্টাগ্রাম স্টোরির মতোই। ৬, ১২, ২৪ ও ৪৮ ঘণ্টার জন্য স্টোরি আপলোড করতে পারবেন ব্যবহারকারীরা। টেলিগ্রাম অ্যাকাউন্টের পাশাপাশি চ্যানেলেও এ স্টোরি আপলোড করা যাবে।

নতুন আপডেটের অংশ হিসেবে ব্যবহারকারীরা স্টোরিতে মিউজিকও যুক্ত করতে পারবেন। এছাড়া স্টিকারের সাহায্যে টেলিগ্রাম স্টোরিতে রিঅ্যাকশন দেয়া যাবে। হোয়াটসঅ্যাপের মতো এখানেও ব্যবহারকারীরা ভিউ ওয়ান্স মোডে মিডিয়া শেয়ার করতে পারবেন। মিডিয়া ফাইল পাঠানো ও গ্রহণ দুই ক্ষেত্রেই এ অপশন কাজে লাগানো যাবে। আবার পরিবর্তন করাও সম্ভব হবে।

প্রিমিয়াম ইউজারদের থেকে বুস্ট পেলেই এ ফিচার টেলিগ্রাম চ্যানেলে কাজ করবে। একটি টেলিগ্রাম চ্যানেলে থাকা স্টোরি কারা দেখতে পাবে, আর কারা পাবে না, সেটা ব্যবহারকারী ঠিক করতে পারবেন।

টেলিগ্রাম ইউজাররা টেলিগ্রাম চ্যানেলের ক্ষেত্রেও স্টোরিতে রিঅ্যাকশন স্টোরি এবং মিউজিক যুক্ত করতে পারবেন। চ্যানেলের ক্ষেত্রে স্টিকারে রিঅ্যাকশন দেয়া যাবে। ভিউয়াররা সেখানে একটি ট্যাপ করে রেসপন্ড করতে পারবেন।