বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আবাহনী-মোহামেডান মানেই উত্তেজনায় ভরপুর। আর এই টানটান উত্তেজনাকর পরিস্থিতি তৈরী হয়েছে এখন থেকে নয়। আশির দশক থেকেই দর্শকদের মাঝে আবাহনী-মোহামেডান মানে অন্যরকম এক আবহাওয়া। বছর তিনেক আগে তেমনই এক গরম আবহাওয়ার সৃষ্টি হয়েছিল।
২০২১ সালে ডিপিএলে সাকিব আল হাসান খেলেছিলেন মোহামেডানের হয়ে। সেই মৌসুমে আবাহনীর বিপক্ষে একটি ম্যাচে আম্পায়ারের ওপর ক্ষুদ্ধ হয়ে স্টাম্পে লাথি মেরেছিলেন সাকিব। যা নিয়ে সে সময় তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। এবার সেই লাথি কাণ্ড নিয়ে মুখ খুললেন টাইগার এই অলরাউন্ডার।
টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে আল হাসান, বিশ্বকাপ স্পেশাল’ শোতে এ বিষয়ে তিনি বলেন, ‘যেটা হয়েছে (স্টাম্পে লা’থি মারা) অবশ্যই আইডিয়াল কিছু না, না হওয়াই উচিত ছিল। তবে একদম হিট অব দ্য মোমেন্ট। কোনো কিছু চিন্তা করে না, কোনো ইয়ে.. থেকে না। আম্পায়ার যখন আউট দেয়নি, আমি তো আপিল করেছিলাম। নরমালি মাটিতে কিক করি আমি মাঝে মাঝে। সামনের ওপর স্টাম্পটা পড়ছে। স্টাম্প থেকে দূরে থাকলে মাটিতেই কিকটা হত, স্টাম্পে লেগে গেছে। জিনিসটা এমনই, এখন দেখলে হাসিই আসে।’