রোববার (৩০ মার্চ) বেলা ১১টায় উপজেলার আব্দুল্লাহ নগর হযরত শাহ মোহাম্মদ মৌলভী আব্দুল হাফিজ দরবার শরিফ মাঠে চট্টগ্রামের চন্দনাইশ এলাহাবাদ জাঁহাগিরিয়া শাহ সূফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন। ঈদের জামাতের ইমামের দায়িত্ব পালন করেন দরবার শরীফের খাদেম মাওলানা জহিরুল ইসলাম (ছোট্ট)।
কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে আগত মুসল্লি আকবর হোসেন বলেন, আমরা দরবারে জাঁহাগিরিয়ার পীর ভাইয়েরা একত্রিত হয়ে এখানে প্রতি বছর ঈদের নামাজ আদায় করি।
বাজিতপুর থেকে আগত মুসল্লিরা বলেন, আমরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে রোজা রাখি এবং ঈদের নামাজ আদায় করি।
ঈদের জামাতের ইমাম মাওলানা জহিরুল ইসলাম বলেন, পৃথিবীর কোথাও যদি চাঁদ দেখা যায় সেই খবরটা আমরা নির্ভরযোগ্য সূএে পেলেই সেই অনুযায়ী আমরা প্রথম রোজা রাখি এবং ঈদ পালন করি। জাঁহাগিরিয়া দরবারের সিলসিলা মোতাবেক আমরা এগুলো পালন করি।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, আব্দুল্লাহ নগর গ্রামে ঈদুল ফিতরের নামাজ একদিন আগে হয়। সবাই মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করবে। আর এজন্য পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।