সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সৌদিতে নারী চালক দিয়ে সেবা আনছে উবার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

সৌদি আরবে নারী চালকদের দিয়ে সেবা আনছে উবার। এই নারী চালকদের সেবা শুধুমাত্র নারীরা নিতে পারবেন। সোমবার (১৪ জুলাই) প্রতিষ্ঠানিটি জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের নতুন এ কার্যক্রম সৌদিতে শুরু হবে।

উবার সৌদির রিয়াদে গতকাল ‘নারীদের দ্বারা, নারীদের জন্য’ শীর্ষক একটি বিশেষ ইভেন্টের আয়োজন করে। সেখান থেকেই আসে এ ঘোষণা।

২০১৮ সালে সৌদির সরকার নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়। ওই সিদ্ধান্তের সাত বছর পর দেশটিতে নারী চালকদের ব্যবসা শুরু করতে যাচ্ছে উবার। ধীরে ধীরে দেশটির সব বড় শহরে এ সেবা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

যখন সেবাটি সম্পূর্ণ শুরু হবে তখন নারী কাস্টমাররা তাদের যাত্রার জন্য নারী চালককে বাছাই করতে পারবেন। এছাড়া আগে থেকেও ট্রিপ বুক করে রাখতে পারবেন তারা।

২০১০ সালে উবার প্রতিষ্ঠিত হয়। যা পরবর্তীতে বিশ্বব্যাপী বিস্তৃত হয়। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ৫৮ বিলিয়ন যাত্রা সম্পন্ন করেছে। উবারের দেখাদেখি আরও অন্যান্য প্রতিষ্ঠানও যোগাযোগ সেবায় নামে।

ইরাক এবং ইরানে আগে থেকেই নারী চালক সেবা চালু আছে উবারের। পুরুষ সঙ্গী ছাড়া যারা চলাচল করেন তাদের মধ্যে সেবাটি অনেক জনপ্রিয়। এখন সৌদিতেও এটি চালু হতে যাচ্ছে।

সৌদি আরবের সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নিজেদের ব্যবসা প্রসারের যে চিন্তা উবার করছে সেখান থেকেই শুধুমাত্র নারীদের জন্য নারী চালক সেবা চালু করছে তারা।

সূত্র: গালফ নিউজ