বৃহস্পতিবার , ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

সোনারগাঁয়ের ধর্ষণ মামলার আসামি মুন্সিগঞ্জে গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূকে গণধর্ষণের মামলায় এক আসামিকে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বুধবার (১২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১-এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন।

এর আগে, মঙ্গলবার মুন্সিগঞ্জের গজারিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার কর হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. অয়ন (২২)। তিনি সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের বাসিন্দা। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ, গত ২৫ ফেব্রুয়ারি রাতে হাসপাতাল থেকে ফেরার পথে ভিকটিমকে সোনারগাঁ থানার চিলারবাগ এলাকায় সিএনজি থামিয়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক গণধর্ষণ করেন আসামি।