রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সোনমের সঙ্গে মিলিয়ে নাম পাল্টালেন আনন্দ আহুজা

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ জুলাই, ২০১৮

 

বিয়ের পর পদবি পাল্টেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ইনস্টাগ্রামে ‘সোনম কে আহুজা’ হিসেবেই দেখা যাচ্ছে অনিল কাপুর কন্যাকে। যা নিয়ে অনুসরণকারীদের একাংশের আক্রমণের মুখে পড়তে হয় নায়িকাকে।

কিন্তু, শুধু সোনমই নন, বিয়ের পর নাম পরিবর্তন করেছেন তার স্বামী আনন্দ আহুজাও।

জি নিউজ জানায়, আনন্দ আহুজার ইনস্টাগ্রাম একাউন্টে গেলে দেখা যাবে— নিজের নাম ‘আনন্দ এস আহুজা’ লিখছেন সোনমের স্বামী।

এদিকে হানিমুনের পরিকল্পনা স্থগিত রেখে বিবাহোত্তর সংবর্ধনা শেষ হওয়ার পর পরই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কানে যোগ দিতে ফ্রান্সে পাড়ি দিয়েছেন সোনম কাপুর।

ইতোমধ্যেই রেড কার্পেটেও হাঁটতে দেখা গিয়েছে তাকে। যা নিয়ে বেজায় খুশি আনন্দ আহুজা। স্ত্রীর জন্য তিনি গর্ববোধ করেন বলেও প্রকাশ্যে জানিয়েছেন তিনি।