শনিবার , ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

সেনাবাহিনী প্রধান এর সাথে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৪ জুন, ২০২৪
নবনিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি বৃহস্পতিবার (১৩-০৬-২০২৪) সেনাবাহিনী সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
বিমান বাহিনী প্রধান সেনাবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে সেনাবাহিনী প্রধান তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন। এর আগে বিমান বাহিনী প্রধানকে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
এরপর তিনি একটি গাছের চারা রোপণ করেন।
উল্লেখ্য যে, গত ১১ জুন ২০২৪ তারিখে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।