সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সেনাবাহিনীর যৌথ অভিযানে দামুড়হুদার সাইদুর রহমান বিদেশী পিস্তলসহ আটক

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

আজ (৩১ জুলাই) বৃহস্পতিবার ভোরে চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলার ব্রীজ পাড়া এলাকা থেকে মৃত কিয়াম উদ্দিন ( গেনা ), র ছেলে সাইদুর রহমানকে ০১ টি বিদেশী পিস্তল, ০২ টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি সহ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ টিম ।

আটকৃত ব্যক্তি সাইদুর রহমানকে সকাল ৭:১০ মিনিটের সময় দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।

দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইন-বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে ।

আজ ভোরে দামুড়হুদা উপজেলার সদরের ব্রীজপাড়া এলাকা থেকে মৃত কিয়াম উদ্দিন ওরফে গ্যানার ছেলে সাইদুর রহমান কে ০১ টি বিদেশী পিস্তল, ০২ টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি সহ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ টিম। আটককৃত ব্যাক্তি সাইদুর রহমানের দামুড়হুদা বাজার দামুড়হুদা উপজেলা গেটেন সামনে একটি ইলেকট্রিকের দোকান ও রয়েছে।