সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত-২

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

জেলার জামালগঞ্জে গতরাতে মোটর সাইকেল দুর্ঘটনায় কাতার প্রবাসী মো. আশিক নূর (৩৫) ও সোলেমান (৩৫) নামের দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার রাত ৯ টায় দিকে জামালগঞ্জ উপজেলা সদর থেকে গ্রামে যাওয়ার পথে মোটর সাইকেল দুর্ঘটনা ঘটে।

আশিক নূর উপজেলার বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামের শুকুর আলীর ছেলে এবং সোলেমান একই গ্রামের তারা মিয়ার ছেলে।

জামালগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর ্এবং নিহত আশিক নূরের স্ত্রীর বড় ভাই উপজেলার হাওরিয়া আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান রেজা জানান, আশিক নূর আজ রাতে জরুরী কাজে বন্ধু সোলেমানকে নিয়ে গ্রামের বাড়ি আলীপুর থেকে উপজেলার সাচনা বাজারে যাচ্ছিল।

রাত ৯টার দিকে বেহেলী-সাচনা বাজার সড়কের রাজারপুর ব্রীজের কাছে গেলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলসহ দুই বন্ধু সড়কের নীচে পড়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক নূরকে মৃত ঘোষণা করেন এবং সোলেমানকে সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নিরুপম সোলেমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।