রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সীমান্তে সশস্ত্র বাহিনীকে ধৈর্য্য ধরতে নির্দেশ : আনিসুল হক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একইসঙ্গে সীমান্তে সশস্ত্র বাহিনীকে ধৈর্য্য ধরতে নির্দেশ দেয়া হয়েছে। সার্বিক বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আজ সংসদে বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে এসব কথা জানান।

আনিসুল হক বলেন, ‘এই ব্যাপারে সরকার ওয়াকিবহাল রয়েছে। আজ ৭৮ জন মিয়ানমারের বর্ডার পুলিশ বাংলাদেশে চলে এসেছে। তাদের মধ্যে কিছু কিছু আহতও রয়েছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

একটি স্কুলে আপাতত তাদের রাখা হয়েছে। মিয়ানমারের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আলোচনার জন্য নির্দেশ দেয়া হয়েছে। তাদেরকে ফেরত পাঠানোর জন্য, অথবা ফেরত পাঠানো যদি না যায় তাহলে অন্যান্য ব্যবস্থা কি করা যায় সেটা দেখা হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে আমাদের সশস্ত্রবাহিনী বা আধা সামরিক বাহিনী বর্ডার ফোর্স তাদের ধৈর্য ধরতে বলা হয়েছে। বর্ডারে স্কুলগুলো বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। রোববার মর্টার শেলের আঘাতে আমাদের একজন মারা গেছে, ওদের একজন মারা গেছে।

এ পরিস্থিতি বাংলাদেশ খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সার্বিক বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’