1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের ১২ কমিটি বিলুপ্ত - NEWSTVBANGLA
সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম

সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের ১২ কমিটি বিলুপ্ত

প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ওই ইউনিয়নের বিএনপিসহ ১২টি অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল (সোমবার) বিজয় দিবসে শহীদ মিনারে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আসলাম চৌধুরীর নির্দেশে কমিটিগুলো বিলুপ্ত করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা বিএনপি। এতে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কমল কদর ও সদস্যসচিব কাজী মো. মহিউদ্দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সলিমপুর ইউনিয়নের বিএনপিসহ ১২টি অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

বিলুপ্ত ঘোষণা করা কমিটিগুলো হলো— ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, মহিলা দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল ও জাসাস। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই কমিটিগুলোর সব রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে।

উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মো. মহিউদ্দিন বলেন, বিজয় দিবসের দিনেও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরোধ প্রকাশ্যে উঠে এসেছে। প্রকাশ্যে মারামারির ঘটনায় সলিমপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন তারা।

তিনি বলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের বাড়ি ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। নিজেদের মধ্যে এভাবে সংঘর্ষ শৃঙ্খলা পরিপন্থি বিধায় কমিটিগুলো বিলুপ্ত করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এর আগে গতকাল দুপুরে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উপজেলার ফৌজদারহাট কে এম উচ্চবিদ্যালয় এলাকায় সলিমপুর ইউনিয়ন বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। ভাঙচুর করা হয় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের বাড়ি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট