1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিহাহ সিত্তাহ : বিশ্বজুড়ে সমাদৃত হাদিসের যে ৬ কিতাব - NEWSTVBANGLA
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে জুলাই বিপ্লব নতুনভাবে দেশ গঠনের সুযোগ করে দিয়েছে খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা যাবে না : চসিক মেয়র ‘হঠাৎ বিকট শব্দ, দৌড়ে গিয়ে দেখি বাড়ির ভেতরে আগুন আর কান্নাকাটি’ পরিবেশ দূষণমুক্ত চাইলে দূষণকারী শিল্পকারখানা বন্ধ করার আহ্বান না ফেরার দেশে নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মাহিন সরকারের বিরুদ্ধে ৭.৫ কোটি টাকার ভুয়া গল্প, আসলেই কি ঘটেছে বেলকুচিতে রাতের মধ্যে যেসব এলাকায় ঝড় হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামায় জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ললিপপ জনি কেরানীগঞ্জে এসি বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন হাসপাতালে

সিহাহ সিত্তাহ : বিশ্বজুড়ে সমাদৃত হাদিসের যে ৬ কিতাব

প্রতিনিধি

রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম, সম্মতির সংরক্ষণ ও প্রচারে হাদিসশাস্ত্র অনন্য ভূমিকা পালন করেছে। এই শাস্ত্রের মধ্যে সিহাহ সিত্তাহ, অর্থাৎ হাদিসের ছয়টি প্রধান কিতাব বিশেষভাবে মর্যাদাপূর্ণ স্থান দখল করে আছে। এ কিতাবগুলো হাদিসশাস্ত্রে সর্বাধিক গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত হয়।

সিহাহ সিত্তাহর গুরুত্ব

সিহাহ সিত্তাহ শব্দের অর্থ হলো ছয়টি বিশুদ্ধ কিতাব। এগুলো হাদিসশাস্ত্রের মূল ভিত্তি হিসেবে বিবেচিত। ইসলামী আইন, আকীদা, আখলাক ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনার জন্য এ কিতাবগুলোর ভূমিকা অতুলনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ও কাজের বিশুদ্ধ সংকলন হিসেবে সিহাহ সিত্তাহ বিশ্বজুড়ে বিশেষ মর্যাদাপূর্ণ স্থান অধিকার করেছে।

সিহাহ সিত্তাহর নির্ভরযোগ্যতা

গ্রন্থগুলোকে নির্ভরযোগ্য করে তুলতে মুসান্নিফরা (লেখকগণ) বিশেষ কিছু কৌশল অবলম্বন করেছেন—

১.বর্ণনাকারীদের সর্বোচ্চ যাচাই-বাছাই ও মূল্যায়ন করে হাদিস গ্রহণ করেছেন।
২.সনদের সঠিকতা নিশ্চিতকরণ।
৩. বর্ণনার সামঞ্জস্যতা পরীক্ষা।
৪.জাল হাদিস (মিথ্যা হাদিস) বা দুর্বল হাদিস শনাক্ত করে সেগুলোকে গ্রন্থে অন্তর্ভুক্ত না করার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করেছেন।
৫.বর্ণনার ভাষা ও ব্যাকরণগত বিশুদ্ধতা।

এই কঠোর মূল্যায়ন ও যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সিহাহ সিত্তাহ গ্রন্থগুলো হাদিসশাস্ত্রে সর্বাধিক নির্ভরযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সিহাহ সিত্তাহ বা কুতুবুস সিত্তাহ 

১. সহিহ আল বুখারি। ২. সহিহ মুসলিম। ৩. সুনানু নাসায়ি। ৪. সুনানু আবু দাউদ। ৫. সুনান আত- তিরমিজি। ৬. সুনান ইবনে মাজাহ।

১. সহিহ আল বুখারি 

পূর্ণ নাম :  আল জামি’উল মুসনাদুস সহীহুল মুখতাসারু মিন উমূরি রাসূলুল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সুনানিহী ওয়া আয়্যামিহি।

মুসান্নিফ, (লেখক) : হাফিজুল হুজ্জা,আমিরুল মুমিনীন ফিল হাদীস আবূ আব্দুল্লাহ মুহাম্মদ ইবন ইসমা’ঈল আল বুখারি। (২৫৬ হিজরি)

রচনা শুরু: ৮১৭ খ্রিস্টাব্দ।
শেষ: ৮৪২ খ্রিস্টাব্দ।

বিশেষত্ব : ইমাম বুখারি হাদিসের সত্যতা যাচাইয়ে অত্যন্ত সতর্কতা ও কঠোরতা অবলম্বন করেছিলেন। তিনি শুধুমাত্র বিশুদ্ধ সনদের হাদিসগুলো নির্বাচন করে হাদিসের প্রসিদ্ধ কিতাব সহিহ বুখারি সংকলন করেন যা সর্ব যুগে  মুসলিম সমাজের বিশেষজ্ঞদের কাছে গ্রহণযোগ্য।

২. সহিহ মুসলিম

পূর্ণ নাম : আল মুসনাদুস সহিহ আল মুখতাসারু মিনাস সুনান বিনাকলিল আদলি আনিল আদলি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

মুসান্নিফ, (লেখক) :  আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ ইবনে মুসলিম ইবনে ওয়ারদ ইবনে কুশায আল কুশাইরি আন নিশাপুরি।(২৬১ হিজরি)

রচনা শুরু : ৮৫১ খ্রিস্টাব্দ।
শেষ : ৮৭৫ খ্রিস্টাব্দ।

বিশেষত্ব : ইমাম মুসলিম হাদিস বর্ণনার সনদের ধারাবাহিকতায় বিশেষ মনোযোগ দিয়েছেন। তাঁর কিতাবে বর্ণিত হাদিসগুলোর সনদ অত্যন্ত নির্ভরযোগ্য।

ইমাম নববি (রহ.) তাঁর শরহু মুসলিমে বলেছেন, বিজ্ঞ আলেমগণ একমত যে, কোরআন শরীফের পর সবচেয়ে শুদ্ধ দুটি গ্রন্থ হলো সহিহ বুখারি ও সহিহ মুসলিম। উম্মাহ এই দুটি গ্রন্থকে গ্রহণযোগ্য হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

৩. সুনানু আবু দাউদ

মুসান্নিফ: আবু দাউদ সুলাইমান ইবনে আল আশ-আস, আল আজদি আস- সিজিস্তানি ।

রচনা শুরু: ৮৮৩ খ্রিস্টাব্দ।
শেষ: ৮৮৯ খ্রিস্টাব্দ।

বিশেষত্ব: ফিকহের প্রয়োজনীয় হাদিসগুলো নির্বাচন করার ক্ষেত্রে ইমাম আবু দাউদ অত্যন্ত দক্ষতা প্রদর্শন করেছেন।

৪. সুনানে তিরমিজি

আল জামিউল কাবীর। যা সুনান তিরমিজি নামে পরিচিত ।

মুসান্নিফ, (লেখক) : আবূ ঈসা মুহাম্মদ ইবন ঈসা ইবন সাওরা ইবন মূসা ঈবন আয-যাহহাক আত-তিরমিজি।

রচনা শুরু : ৮৮০ খ্রিস্টাব্দ।
শেষ : ৮৯২ খ্রিস্টাব্দ।

বিশেষত্ব: ইমাম তিরমিজি তাঁর কিতাবে হাদিসের গ্রহণযোগ্যতা, বর্ণনার সমস্যা ও হাদিসের গুরুত্ব বিশ্লেষণ করেছেন।

৫. সুনান আন-নাসায়ি

আল মুজতাবা মিন সুনান আল কুবরা, প্রসিদ্ধ সুনান আন-নাসায়ি।

মুসান্নিফ: ইমাম আবু  আবদির রাহমান আহমদ ইবন শু’আয়ার আন-নাসাঈ।

রচনা শুরু: ৮৯৯ খ্রিস্টাব্দ।
শেষ: ৯১৫ খ্রিস্টাব্দ।

বিশেষত্ব: ইমাম নাসায়ি তাঁর কিতাবে দুর্বল ও মিথ্যা হাদিস বর্জন করার ক্ষেত্রে বেশ কঠোর ছিলেন।

হাদিসের এক অনন্য গ্রন্থ, যা গভীর উপকারিতার পাশাপাশি সহীহ হাদিসের সমৃদ্ধ সংকলনের জন্য প্রসিদ্ধ। এর গুরুত্ব ও মর্যাদা এমন যে, এটি সহীহ বুখারি ও সহীহ মুসলিমের পরেই স্থান লাভ করেছে। বহু মুফাসসির ও ইমাম এই গ্রন্থকে ‘সহীহ’ বলে সম্মানিত করেছেন।

৬. সুনান ইবনে মাজাহ

মুসান্নিফ: আল –হাফিজ আবূ আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইয়াযীদ ইবনু আবদুল্লাহ ইবনু মাজাহ আল- কাযবীনী।

রচনা শুরু: ৮৮৩ খ্রিস্টাব্দ।
শেষ : ৮৯০ খ্রিস্টাব্দ।

বিশেষত্ব: হাদিসের অন্যতম গুরুত্বপূর্ণ ও বিশ্বস্ত সংকলন হিসেবে বিশেষভাবে সমাদৃত।

গ্রন্থটি ৪,০০০-এর বেশি হাদিস ধারণ করে, যার অধিকাংশই সঠিক সনদে সংকলিত।

এতে আকিদা, চরিত্র গঠন, ফিকহ, ও সীরাতুন্নবী (সা.)-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অসাধারণ ও মূল্যবান হাদিসসমূহ সন্নিবেশিত হয়েছে।

ইমাম ইবনে মাজাহ তাঁর কিতাবে সহজ ভাষায় হাদিস সংকলন করেছেন ও কম প্রচলিত হাদিসগুলো অন্তর্ভুক্ত করেছেন।

হাদিস ছাড়া ইসলামের পূর্ণতা উপলব্ধি সম্ভব নয়। ইসলামকে সঠিকভাবে জানা ও মেনে চলার জন্য হাদিসের গুরুত্ব অপরিসীম। বিশেষত, সিহাহ সিত্তা গ্রন্থসমূহ বিশুদ্ধ ও নির্ভরযোগ্য হাদিসের এক অমূল্য ভাণ্ডার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট