সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে ১৪ ট্রাক ভারতীয় চিনি জব্দ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৬টার দিকে সিলেটের জালালাবাদ থানা এলাকার উমাইয়াগাও থেকে এসব চিনি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আযবাহার আলী শেখ জানান, এসএমপির (সিলেট মেট্রোপলিটন পুলিশ) অভিযানে ১৪টি ভারতীয় চিনি বোঝাইকৃত ট্রাক জব্দ করা হয়। এ সময় একটি প্রাইভেটকার ও মোটরসাইকেল আটক করা হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা আগেই পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।