রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটের পাথর নারায়ণগঞ্জে উদ্ধার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর থেকে সিলেটের ভোলাগঞ্জের ৩০-৪০ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। বুধবার (১৪ আগস্ট) রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই পাথর জব্দ করা হয়।

রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

র‍্যাব জানায়, ভোলাগঞ্জ এলাকা থেকে সংগ্রহ করা এসব পাথর অবৈধভাবে কাঁচপুর এলাকায় মজুত করা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তা জব্দ করা হয়।