শুক্রবার , ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

সিলগালা খামে সম্পদের হিসাব জমা দিতে সরকারি কর্মচারীদের নির্দেশ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

আগামী ৩০ নভেম্বর সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের শেষ সময় বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়রীদের নির্দেশরোববার (১৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে স্বাক্ষর করেন অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমানবিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য গোপনীয়তার স্বার্থে সীলগালাকৃত খামে কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে সম্পদ বিবরণী দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৪।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত ১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মচারীদেরকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দেওয়া হয়জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন দুর্নীতির বিরুদ্ধে এটি একটি বার্তা আয়করের বিবরণী সবাই জমা দেন না যাদের করযোগ্য আয় আছেতারাই কেবল দেনআর এখন যাদের কোনো সম্পদ নেই তাদেরও তথ্য বা বিবরণী জমা দিতে হবে এটি জনস্বার্থে দিতে হবে।