বৃহস্পতিবার , ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিরিজের আগে সাকিবদের কণ্ঠে সেই ‘অপরাধী’ গান

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ জুলাই, ২০১৮

আফগানিস্তানের বিপক্ষে রোববার শুরু টাইগারদের বহুল আলোচিত তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। যে সিরিজ নিয়ে চারদিকে কঠিন লড়াইয়ের বাতাবরণ সাকিব আল হাসানের দলের জন্য। তার উপর আফগান ‘এ’ দলের বিপক্ষে শুক্রবার একমাত্র প্রস্তুতি ম্যাচটা হেরে গেছে বাংলাদেশ। তবে কি দেরাদুনে টিম টাইগারদের মনে বিষাদ আর শঙ্কার মেঘ?

সাকিব আল হাসান টাইগার ভক্তদের সেই ভাবনাকেই যেন উড়িয়ে দিতে বললেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সট্রাগ্রামে দলের এমন এক ভিডিও পোস্ট করলেন, যা দেখে সমর্থকদের হৃদয় আনন্দের নৃত্যে মেতে উঠতে বাধ্য।

দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামের ড্রেসিং রুমে সবাই মিলে গলা ছেড়ে গান করছেন টাইগাররা। কৃত্রিম তবলা বাজাচ্ছেন কেউ, কেউবা গিটার। টাইগারদের সবার সম্মিলিত কণ্ঠের গানটি যে কারো হৃদয় কাড়তে বাধ্য।

সাকিবরা কোরাস করে গাইছেন সাম্প্রতিক সময়ে ঝড় তোলা ‘অপরাধী’ গানটি। যে গানের কথা, ‘মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে। আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে? মাইয়া তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাইরে!’ সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী মিরাজদের হুই-হুল্লেড়ে গানটি যেন ড্রেসিং রুমের পরিবেশটাই দিয়েছে বদলে।

মাসখানেক আগে আরমান আলিফের এই ‘অপরাধী’ গানটি প্রকাশ হয় ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে। দারুণ জনপ্রিয় এই গানটি আবার কয়েকদিন ধরে ফেসবুকে ভাইরাল টুম্পা খানের কণ্ঠে। তিনি অবশ্য গানের কথা বদলে গেয়েছেন, ‘পোলা ও পোলা রে তুই অপরাধী রে…।’

টাগাইগার ড্রেসিং রুমের বড় বেঞ্চে বসে গলা মেলানোর সঙ্গে তবলা বাজিয়ে যাচ্ছেন আবুল হাসান রাজু, সৌম্য সরকার, আবু জায়েদ রাহি। সাকিব হাসছেন আর নিজেও তবলা বাজাচ্ছেন। আরেক বেঞ্চে আরিফুল যেন তবলা বাজানোর প্রতিযোগিতায় মেতে।

আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু ব্যাটকেই বানিয়ে ফেলেনছেন গিটার। রুবেল, মোসাদ্দেক, লিটন মিলিয়ে যাচ্ছেন গলা। তবে দলের কেউ একজন এই চিত্র ভিডিও করতে ব্যস্ত ছিলেন। কয়েকজন বোধহয় অন্য রুমে ছিলেন। ভিডিওতে দেখ যায়, এমন গানের সুর শুনে তারাও ড্রেসিং রুমে চলে আসেন।

সাকিবের পোস্ট করা এমন ভিডিওর পর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগের আলোচনা বদলে যেতে বাধ্য। টাইগাররা অন্তত বিমর্ষ নয়।