রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় মামলা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

রাজধানীর সায়েন্সল্যাবের শিরিন ম্যানশনের ৩ তলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।

মঙ্গলবার (৭ মার্চ) নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সায়েন্সল্যাবের বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ঘটনার পর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে সেটি সোমবার (৬ মার্চ) মামলা হিসেবে রূপান্তরিত হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি। মামলার তদন্তপূর্বক যাদের এ ঘটনায় অবহেলা পাওয়া যাবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।