বৃহস্পতিবার , ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সায়েদাবাদ ফ্লাইওভারের নিচে মিলল যুবকের মরদেহ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ ফ্লাইওভারের নিচে মূল হোটেলের সামনে থেকে কামরুল হাসান (২৩)নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে নিয়ে আসে।

নিহতের বাবা ইমাম হোসেন বলেন, আমার ছেলে রাতে বাসা থেকে বন্ধুদের সাথে কক্সবাজার যাওয়ার কথা বলে বের হন। পরে গতকাল রাত সাড়ে নয়টার দিকে এক ব্যক্তি আমাকে মোবাইল করে জানায় আপনার ছেলে সায়দাবাদ ইসলামিয়া হসপিটালে আছে আপনি তাড়াতাড়ি আসেন। আমি সেখানে গিয়ে দেখি আমার ছেলে মৃত অবস্থায় পড়ে আছে। আমার ছেলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। যে ব্যক্তি আমাকে ফোন করেছিলেন তাকে হাসপাতালে পাওয়া যায়নি। পরে যাত্রাবাড়ী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে আমার ছেলের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। তবে কে বা কারা আমার ছেলেকে হত্যা করেছে বিষয়টি এখনো জানতে পারিনি।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে একটি বেসরকারি হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। এখন পর্যন্ত কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়টি জানা যায়নি। তদন্ত চলছে ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।