সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় একটি গ্যারাজে যুবককে আটকে রেখে পাশবিক নির্যাতনের পর পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ঘটনার পর পলাতক থাকার পর
অবশেষে মাস্টারমাইন্ড জোবায়ের চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে তার তিন সহযোগীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতার জোবায়ের চৌধুরী গোপালগঞ্জ জেলার চন্দ্র দিঘলিয়া গ্রামের কাদের চৌধুরীর ছেলে এবং সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার বাসিন্দা। এলাকাবাসীর অভিযোগ তিনি নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন মানুষকে জিম্মি করে এভাবেই নির্যাতন চালায়।
দাপুটে জোবায়ের চৌধুরীকে গ্রেফতার করায় সাভার মডেল থানা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও সাভারের সচেতন মহল।