বৃহস্পতিবার , ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

সাভার উপজেলা সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

সিনিয়র স্পেশাল ক্রসপেন্ডেন্ট আব্দুল্লাহ আল নোমান: “নিপীড়িত সাংবাদিকদের কল্যাণে” স্লোগানকে সামনে রেখে সাভার ও আশুলিয়ায় স্থায়ীভাবে বসবাসরত পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে আত্মপ্রকাশ হয়েছে সাভার উপজেলা সাংবাদিক সমিতি।

গেলগত শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ হয়। দেশের উন্নয়নে সাংবাদিকতার মাধ্যমে ভুমিকা রাখা এরকম মূলধারার গণমাধ্যমে কর্মরত সাভার ও আশুলিয়ায় স্থায়ীভাবে বসবাসকারী পেশাদার সাংবাদিকদের নিয়ে এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। যেখানে সদস্যদের পেশাগত মানোন্নয়ন ও নিপীড়িত সাংবাদিকদের কল্যাণই মূল লক্ষ্য হবে।

পেশাদার সাংবাদিকদের নানা প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এ সংগঠন কাজ করবে। পাশাপাশি দেশের অন্যান্য প্রান্তের সাংবাদিকদের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম হবে সাভার উপজেলা সাংবাদিক সমিতি। সেই লক্ষ্যে দেশের সব অঞ্চলের সাংবাদিকের সাথে একটা সেতু বন্ধনের উদ্দেশ্যে নিয়মিত কাজ করে যাওয়ার চেষ্টা থাকবে সাভার উপজেলা সাংবাদিক সমিতির।

সাধারণ আলোচনায় সমিতির বর্তমান নেত্রবৃন্দরা বলেন, ধারাবাহিকভাবে সদস্যদের পেশাগত নিরাপত্তা ও নেটওয়ার্ক গড়ে তোলার জন্য কাজ করবে সাভার উপজেলা সাংবাদিক সমিতি। নবগঠিত এই সমিতির প্রথম সভায় নতুন সদস্য আহবান এবং দ্রুত সময়ের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষনার সিদ্ধান্ত নেয়া হয়।