সাভার,ঢাকা: আজ (রোববার ১৪ জানুয়ারি) দুপুরে সাভার উপজেলারধীন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে দক্ষিণ কোরিয়ার লং লিভ ফেন্ডনশিপ বাংলাদেশ কোরিয়ার যৌথ উদ্যোগে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজের অহসায় ও দুস্থদের মাঝে এ সাভারে শীত বস্ত্র তুলে দেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।
শীত বস্ত্রের পাশাপাশি এসময় দরিদ্র মানুষদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় দক্ষিণ কোরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন দহম সংস্থার পরিচালক মিস্টার পার্ক সেউংহিউনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় দক্ষিণ কোরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাদের দেশীয় সংস্কৃতিতে একটি কাথা উপহার দেওয়া হয় ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে।
বিনামুল্যে শীত বস্ত্র সেলাই মেশিন ও হুইল চেয়ার পাওয়ায় দুস্থ মানুষরা হাসি মুখে বাড়ি ফিরে যায়।