রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাভারে ভুয়া ডিবি পুলিশের ৩ সদস্য আটক

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ জুলাই, ২০১৮

সাভার থেকে দিদার:

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার দুপুরে সাভারের আড়াপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক তিন ভুয়া ডিবি পুলিশ হচ্ছে রুবেল হোসেন (২৩), আনিসুর রহমান (৩৫) ও সজিব মিয়া (২০)।

ডিবি পুলিশ জানায়, দুপুরে আড়াপাড়া এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় স্থানীয়রা তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করে। পরে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন জনকে একটি প্রাইভেটকারসহ আটক করে। আটক তিন জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করা হয়েছে।

অন্যদিকে সাভারের শ্যামপুর থেকে ৫ লাখ টাকার হিরোইনসহ রাবেয়া নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এদিকে ঢাকার ধামরাইয়ে ২৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা আদালতে প্রেরণ করা হয়েছে।