মোঃ দিদারুল ইসলাম: সাভার উপজেলা প্রসাশনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত হয়েছে।গতকাল (২৬ মার্চ) রবিবার সাভার উপজেলার বিভিন্ন স্থানে এই কার্যক্রম সম্পন্ন হয়।
সুর্যোদয়ের সাথে সাথে সাভার মডেল থানায় ৩১(একত্রিশ)তোপধ্বনি,জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন,সকল সরকারি,আধা-সরকারি,স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলনে মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচীর সূচনা করা হয়।
সকাল ৮,৩০ মিনিটে সাভার উপজেলা পরিষদের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।পরে দুপুর ২.৩০ মিনিটে সাভার উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণের সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সাভার উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন,ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলী সদস্য,সাবেক সফল মন্ত্রী,বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ কামরুল ইসলাম এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা-১৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আগা খাঁন মিন্টু ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
এ সময় ১৯৭১সালের মহান স্বাধীনতা যুদ্ধে যোগদানকারী বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যগণের সংবর্ধনা প্রদান করা হয় এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন,সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা,সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর,উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেন, সাভার উপজেলা আঃলীগের সক্রিয় সদস্য রাজু আহমেদ,ঢাকা জেলা(উত্তর) সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সায়েম মোল্লা,সাভার ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল প্রমূখ সহ অনেকেই।