সাভারে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের আয়োজনে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ঈদ যুব উদ্যোক্তা মেলা ২০২৫। বৃহস্পতিবার সাভার থানা রোডের একটি কমিউনিটি সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম শহীদুজ্জামান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক উপ-পরিচালক ও সাভার ক্লাবের সভাপতি মোঃ আব্দুল কাদের তালুকদার। সভাপতিত্ব করেন যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের প্রধান মোঃ দিদারুল ইসলাম দিপু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক ও লেখক মোহাম্মদ নূরউদ্দিন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ দিদারুল ইসলাম, নিউজ টিভি বাংলার এমডি রফিকুল ইসলাম রফিক, নিউজ টিভি বাংলার প্রোগ্রাম ডিরেক্টর মোঃ বাবুল মোড়ল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে যুব সমাজের উদ্যোগ ও উদ্ভাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন আয়োজন তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করবে এবং আত্মনির্ভরতার পথে তাদের আরও এক ধাপ এগিয়ে নেবে।
উল্লেখ্য, ঈদ উপলক্ষে আয়োজিত এই মেলা চলবে আগামী শনিবার রাত ১০টা পর্যন্ত। মেলায় বিভিন্ন খাতের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন এবং নিজেদের তৈরি পণ্য ও সেবা প্রদর্শন করছেন। স্থানীয়দের উপস্থিতিও চোখে পড়ার মতো।
দর্শনার্থীরা বলছেন, শুধু ব্যবসা নয়, বরং এমন আয়োজন তরুণদের মাঝে নেতৃত্ব, উদ্ভাবন এবং সামাজিক অংশগ্রহণের মানসিকতা গড়ে তুলবে। উদ্যোক্তাদের নিয়ে এমন আয়োজন সময়োপযোগী এবং প্রশংসনীয়।