আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা): ঢাকার সাভারে অভিযান চালিয়ে সালমা আক্তার (৩০) নামের এক কুখ্যাত নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, একইদিন সকাল পৌনে ৯টার দিকে সাভার মডেল থানাধীন আনন্দপুর গেন্ডা ল্যাব স্টার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক মোসা. সালমা আক্তার মানিকগঞ্জের সিংগাইর থানার মুসলেমাবাদ গ্রামের মৃত আব্দুল মালেকের মেয়ে। তার স্বামীর নাম দেলোয়ার হোসেন। বর্তমানে তিনি সাভারের গেন্ডা ৫নং গেট বখতিয়ার এর বাড়ীর ভাড়াটিয়া।
অভিযানে নেতৃত্ব দেয়া ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আনন্দপুর গেন্ডা ল্যাব স্টার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী সালমা আক্তারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের অবৈধ বাজারমূল্য আনুমানিক ৩ লাখ টাকা।
এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এরই ধারাবাহিকতায় সাভারের গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উক্ত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।