আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা): সাভারে চতুর্থ পর্যায়ের নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। শনিবার (৭ জানুয়ারি) উপজেলার ভাকুর্তায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ের নির্মাণাধীন গৃহ পরিদর্শন করেন তিনি।
এসময় মুখ্যসচিব বলেন, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত ২০২১-২০২২ অর্থবছর পর্যন্ত তিনটি পর্যায়ে প্রায় ২ লাখ গৃহ জমিসহ হস্তান্তর করা হয়েছে। চতুর্থ পর্যায়ে প্রায় অর্ধলক্ষাধিক গৃহ নির্মাণ কাজ চলমান এবং দ্রুতই প্রধানমন্ত্রী এগুলো হস্তান্তর করবেন। প্রকল্পটি গৃহহীনদের ঘর দেওয়ার পাশাপাশি দুই শতক জমির মালিকানা, সুপেয় পানি, বিদ্যুৎ, স্যানিটেশন সুবিধাসহ উন্নত জীবনযাপনের সুযোগ করে দিচ্ছে।
আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্যকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে ঢাকার সাভার উপজেলায় প্রথম পর্যায়ে ৪১টি, দ্বিতীয় পর্যায়ে ৫১টি, তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ১২০টি ও দ্বিতীয় ধাপে ২৫টি সহ মোট ২৩৭টি ঘর বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে চতুর্থ পর্যায়ে ভাকুর্তার ৩৭টিসহ সাভারের বিভিন্ন ইউনিয়নে ৭১টি ঘরের নির্মাণ কাজ চলমান আছে।
ভাকুর্তা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে মুখ্যসচিব সেখানকার উপকারভোগীদের সঙ্গে কথা বলেন। তিনি উপস্থিত সবাইকে সরকারের গৃহীত বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে জানান। মুখ্যসচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সবসময় জনগণের প্রয়োজনে তাদের পাশে আছে। এসময় উপকারভোগীদের বিভিন্ন আয়বর্ধক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এসময় ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেনসহ জেলা ও উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।