1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে একটি শ্রমিক কলোনীর চারটি পরিবারে দুর্ধর্ষ ও ডাকাতির : - NEWSTVBANGLA
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন

সাভারে একটি শ্রমিক কলোনীর চারটি পরিবারে দুর্ধর্ষ ও ডাকাতির :

প্রতিনিধি

সাভার থেকে দিদার:আজ রবিবার
সাভারে একটি শ্রমিক কলোনীর চারটি পরিবারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা
ঘটেছে। এসময় ডাকাতি করতে বাধা দেওয়ায় ডাকাতরা এক গৃহবধুকে ধর্ষণ
করেছে ও আরেকজন পোশাক শ্রমিককে ধর্ষণের চেষ্টা করেছে। এছাড়া
ডাকাতরা আটজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। ডাকাতরা এসময় ওই
চারটি পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ লক্ষ টাকার
মালামাল লুটপাট করে নিয়ে যায়।
রবিবার ভোর রাত চার টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের
রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকায় জনৈক মাহিনুর ইসলামের বাড়িতে এ
ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতি হওয়া ওই পরিবারের সদস্যরা জানায় রাজাঘাট এলাকায় মাহিনুর
ইসলামের ভাড়া দেওয়া একটি শ্রমিক কলোনীতে বসবাস করে আসছিলো
কয়েকটি পরিবার। ভোর রাতে ১৫ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে চারটি
পরিবারের পুরুষদের সবাইকে একটি ঘরে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা
বেধে রাখে। এসময় ডাকাতরা ওই চারটি পরিবার থেকে নগদ ৫০ হাজার
টাকা,কয়েক ভরি স্বর্ণালঙ্কার,তিনটি অটোরিকসা,কয়েকটি
টেলিভিশন,বেশ কয়েকটি মোবাইল ফোন সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল
লুটপাট করে। এসময় ডাকাতি করতে বাধা দেওয়ায় ডাকাতরা রাশেদা নামের
(১৯) এক গৃহবধুকে ধর্ষণ করে ও মনজিলা নামের (২৭) আরেক পোশাক
শ্রমিককে ধর্ষণের চেষ্টা করে। এদিকে ডাকাতরা চলে যাওয়ার সময় ওই চারটি
পরিবারের সোহাগ সরদার (২৫),ভোলা মিয়া (৩০),নাজমুল বেপারী
(৫০),শহিদুল্লাহসহ আটজনকে পিটিয়ে গুরুতর আহত করে। ¯’ানীয়রা আহতদের
উদ্ধার করে একটি ঔষধ ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে।
এঘটনায় ওই শ্রমিক কলোনীর আশেপাশের বাড়িতে চরম আতঙ্ক বিরাজ করছে।
ধর্ষণের শিকার ওই গৃহবধুর বাড়ি গোপালগঞ্জ জেলার ভুলবাড়িয়া এলাকায়। তার
স্বামীর নাম সোহাগ সরদার।
এবিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি মোহসিনুল কাদির বলেন
আমি ঘটনা¯’লে পুলিশ পাঠায়াএছি ।
তারপর ঘটনাস্থলে তদন্ত করার জন্য যায় এএসআই কৃষ্ণ কুমার।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্র¯‘তি চলছে।
সাভার-ঢাকা =৮/৭/২০১৮

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট