শনিবার , ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি

সাভারে আমিন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

শুক্রবার ১৩ তম রোজায় আমিন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সময় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কফিল উদ্দিন।
দোয়া মাহফিলে এসময় সভাপতিত্ব করেন,ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে কফিল উদ্দিন বলেন, আল্লাহর অশেষ দয়ায় স্বৈরাচার সরকারের জেল জুলুমের পর আজ দীর্ঘ ১৭ বছর পরে সকলের সাথে ইফতারে অংশগ্রহণ করেছি।ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এভাবে একসাথে আমরা ইফতার করতে পারি নাই। আর কোনদিন এই অত্যাচার সন্ত্রাসী দলের কোন জায়গা হবে না।
এদেশের জনগণ শান্তিতে বাস করতে চায়।এসময় সকলকে ইফতারের অংশগ্রহণ করায় ধন্যবাদ জানান আমিনবাজার কেন্দ্রীয় মসজিদ কমিটিকে।
এ সময় আমিনবাজার কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে অন্তত ১১ শত রোজাদার মুসলিমদের ইফতার এর আয়োজন করা হয়