রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাভারে আধুনিক ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার সাভারে যানজট নিরসনে নতুন করে একটি আধুনিক ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। প্রথমবারের মতো এই ট্রাফিক বক্সে শৌচাগারের ব্যবস্থা রয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজের নিচে পুলিশ বক্সটির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান পিপিএম (বার)।

টিএসপি ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সৌজন্যে করা এই পুলিশ বক্সটির তত্ত্বাবধানে থাকবেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসএসপি) ক্রাইম অপস্ অ্যান্ড ট্রাফিক (উত্তর) মো. আব্দুল্লাহিল কাফী পিপিএম (বার)। ট্রাফিক পুলিশ বক্স উদ্ধার শেষে ফুলের গাছ রোপণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা, সাভার ট্রাফিক বিভাগের এডমিন আব্দুস সালাম, জিরাবো ট্রাফিক ইনচার্জ (টিআই) রবিউল ইসলামসহ পুলিশ কর্মকর্তাগণ।