রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাভারে আগুন লেগে তিনটি দোকান পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ লাখ টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রা:

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

সাভার থেকে দিদার :
সাভারে তেতুলঝোড়া ভরালি এলাকায় বালুর মাঠ সংলগ্ন শম্ভু মিয়ার মার্কেটে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ সকাল সাড়ে ৯টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এই বিষয়ে সকালে একজন এলাকাবাসী ফোন করে জানান ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর কে জানালে তিনি নিজে তাৎক্ষণিক ভাবে ফোন করে সাভারে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কে ফোন করে তার লোকজনকে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সাভারে ফায়ার স্টেশনের ইনচার্জ মো. লিটন আহম্মেদ জানান, খবর পেয়ে ভরারী এলাকায় ফায়ার স্টেশনের দু্ই টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সবমিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ লাখ টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রা।