নওগাঁর মান্দায় সাবেক এমপি সামসুল আলম প্রামাণিক স্মরণে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার রিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ঘোনায় এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার রিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় মান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ.কে.এম নাজমুল হক নাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম.এ মতীন। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক টিপু হায়দার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মুস্তাকিম নিপু, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি ও যুবদলের যুগ্ম-আহ্বায়ক রুবেল হোসেন, সাবেক-যুগ্ম সম্পাদক আবু হাসান,সাবেক দপ্তর সম্পাদক লিটন প্রমূখ। এসময় ভারশোঁ ইউনিয়ন বিএনপির সদস্য রানাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশ নেয় মান্দা উপজেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। খেলায় বিজয়ী হন মান্দা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।