রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাবেক এমপি সরওয়ার জাহান কারাগারে

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ জুন, ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় ইলেক্ট্রিশিয়ান মো. ইলিয়াস হোসেন হত্যা মামলায় কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আক্কেল আলী তাকে কারাগারে রাখার আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবী আব্দুল মতিন জামিন আবেদন করেন। মামলার মূল নথি না থাকায় এদিন জামিন শুনানি হয়নি। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল ১৭ জুন রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট আন্দোলনে অংশ নেন ইলেক্ট্রেশিয়ান মো. ইলিয়াস হোসেন। ওইদিন সন্ধ্যায় আল্লাহর করিম মসজিদের সামনে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে ভুক্তভোগীকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট মারা যান। এ ঘটনায় নিহতের বাবা গত ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।