সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাবেক এমপি মুহিবুর রহমান মানিককে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ। ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে রিমান্ডে চেয়ে এ আবেদন করা হয়েছে।

আজ (মঙ্গলবার) সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ রিমান্ড আবেদন দাখিল করা হয়। তবে সংশ্লিষ্ট দ্রুত বিচার আদালতের বিচারক না থাকায় বিচারক হেলাল উদ্দিন ২০ অক্টোবর শুনানির দিন ধার্য করেন।

বাদী পক্ষের আইনজীবী মো. আব্দুল হক বলেন, সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। মামলার বাকি ৩২ আসামির ৫ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী ২০ অক্টোবর আমরা রিমান্ড মঞ্জুরের জন্য আদালতে আবেদন উপস্থাপন করব।