সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

বগুড়ার আদমদীঘির সান্তাহারে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে বেলাল হোসেন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মার্চ) সকাল ১০ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেট ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন নওগাঁ জেলার ভবানীপুর মোল্লাপাড়া এলাকার নছের আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে বেলাল হোসেন উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেটে ব্রীজ সংলগ্ন এলাকায় কোথাও যাওয়ার উদ্দেশে রেললাইন পার হচ্ছিলেন। এসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে করে ঘটনাস্থলে তিনি মারা যান।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়। এরপর অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি ময়নাতদন্ত ছাড়ায় নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।