সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাদুল্লাপুরে এককেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪

গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এর নির্দেশনায় অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান এর নেতৃত্বে আজ ৩ ফেব্রুয়ারী শনিবার ঢাকা রংপুর মহাসড়কে ধাপেরহাট এলাকায় সাদুল্লাপুর থানা পুলিশের একটি টিম কর্তৃক অভিযানে চালিয়ে মাদকদ্রব্য এক কেজি গাঁজাসহ মোসলেম প্রামানিক (৩৯) নামে এক মাদককারবারিকে হাতে নাতে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মোসলেম প্রমানিক (৩৯) পাবনা জেলার সদর উপজেলার রাজাপুর গ্রামের মৃত মোকসেদ প্রমানিকের ছেলে।

এবিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ীর তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। তিনি আরো বলেন, সাদুল্লাপুর থানা পুলিশের নিয়মিত মাদক উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।