1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাতক্ষীরা মেডিকেল : সংকটে ব্যাহত কিডনি চিকিৎসাসেবা - NEWSTVBANGLA
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

সাতক্ষীরা মেডিকেল : সংকটে ব্যাহত কিডনি চিকিৎসাসেবা

প্রতিনিধি

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল জেলার একমাত্র সরকারি খরচে কিডনি ডায়ালাইসিসের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। তবে বর্তমানে ভয়াবহ সংকটের মুখে রয়েছে হাসপাতালটি। ২০১৫ সালে জাপান ও জার্মান থেকে আমদানি করা ১৬টি ডায়ালাইসিস মেশিনের মধ্যে ৬টি নষ্ট হয়ে গেছে। বাকি মেশিনগুলো সচল থাকলেও অপ্রতুলতা এবং দীর্ঘ সিরিয়ালের কারণে রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

মাত্র ৪০০ টাকার বিনিময়ে ডায়ালাইসিস সেবা দেওয়া হলেও মেশিনের ঘাটতির কারণে রোগীদের এক থেকে দেড় মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। তাই অনেক রোগী বাধ্য হয়ে খুলনা বা অন্যান্য জেলায় চিকিৎসার জন্য চলে যাচ্ছেন। জরুরি সেবার জন্য আসা রোগীরা মেশিন নষ্টের কারণে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

নকিপুর গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম জানান, তার বাবা রফিকুল ইসলাম ডায়ালাইসিসের জন্য এলেও দীর্ঘ সিরিয়ালের কারণে খুলনায় চলে যেতে হয়েছে।

এদিকে, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কোনো কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক নেই। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. কাজী আরিফ আহমেদ বলেন, সাতক্ষীরায় কিডনি রোগীর সংখ্যা দিন দিন বাড়লেও প্রয়োজনীয় সেবা অপ্রতুল। দ্রুত একজন কিডনি বিশেষজ্ঞ এবং নতুন ডায়ালাইসিস মেশিন স্থাপন করা প্রয়োজন।

হাসপাতালের পরিচালক ডা. মো. কুদরত-ই খোদা জানান, ৫৫টি নতুন ডায়ালাইসিস মেশিন এবং একজন কিডনি বিশেষজ্ঞ বরাদ্দ চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তবে এখনো কোনো সমাধান আসেনি।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, ২৩-২৪ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা এই হাসপাতাল। কিন্তু দীর্ঘদিন ধরে চলা সংকটের সমাধান না হওয়ায় রোগীরা চরম দুর্ভোগে পড়ছেন। তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট