বুধবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আমানুল্লাহ সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের শরিয়াতুল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আমানুল্লাহ ভ্যান নিয়ে সাতক্ষীরার দিক থেকে ত্রিশমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইমাদ পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আমানুল্লাহর মৃত্যু হয়।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নুরুল ইসলাম জানান, নিহত আমানুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাসটিকে আটক করা সম্ভব হয়নি। স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছে।