রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাঘাটায় যুবলীগ নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ জুলাই, ২০১৮

০৯ জুন ২০১৮ ইং

গাইবান্ধার সাঘাটায় যুবলীগ নেতা মুকুল হত্যার প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে অর্ধ-দিবস হরতাল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সকালে সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা দুদু, বিআরডিবি সভাপতি শামছুল সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মমিতুল হক নয়ন, নিহতের বড় ভাই রফিকুল ইসলাম ও সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরু আলম স্বপন প্রমুখ। দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল চলাকালীন সাঘাটায় সরকারি-বেসরকারি সকল অফিস আদালত, যানবাহন, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ ছিল।

উল্লেখ্য, গত ৫ জুলাই উপজেলার বোনারপাড়ায় বিশ্বকাপ ফুটবল খেলা সমর্থন করাকে কেন্দ্র করে যুবলীগ নেতা শফিকুল ইসলাম মুকুল নিহত হয়।