রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সরে গেল সাইফ যুব দল, বাফুফের ‘দ্বৈতনীতি’

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ জুন, ২০২৪

দেশের প্রথম বিভাগ ফুটবলের দলবদলের শেষ দিন ছিল ৩১ মে। নির্ধারিত সময়ে দলবদলে অংশগ্রহণ করেনি সাইফ স্পোর্টিং যুব দল ও ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার। ফলে ১৮টি দল নিয়ে আগামী ১ জুলাই থেকে কমলাপুরে শুরু হবে প্রথম বিভাগ ফুটবল লিগ।

সাইফ স্পোর্টিং যুব দল গত ২৯ মে বৈশ্বিক বাণিজ্য ও পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য দলবদলে অংশগ্রহণে অপরাগতা প্রকাশ করে মহানগরী ফুটবল লিগ কমিটিকে চিঠি দেয়। এর আগে ২০২২ সালের আগস্টে বৈশ্বিক আর্থিক মন্দায় প্রিমিয়ার লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে সাইফ স্পোর্টিং। দুই বছর পর এবার তারা যুব দলকেও সরিয়ে নিলো।

২০২২ সালেই সাইফের যুব দলের দ্বিতীয় বিভাগে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। ফুটবলারদের নিবন্ধন হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত ২০২২ সালের দ্বিতীয় বিভাগে অংশগ্রহণ করে দলটি। চ্যাম্পিয়ন হয়ে সাইফ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। সেখানে উত্তীর্ণ হলেও তারা না খেলার সিদ্ধান্ত নিয়েছে। সিনিয়র দল সর্বস্তরের ফুটবল থেকে প্রত্যাহার করলেও যুব দলের ব্যাপারে শুধু চলতি মৌসুমে প্রথম বিভাগে না খেলার অপরাগতা প্রকাশ করেছে চিঠিতে।

প্রথম বিভাগ ফুটবল লিগ থেকে গত মৌসুমে দুই দল প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে সুযোগ পেয়েও খেলেনি। এবার উল্টো চার দল বিসিএলে খেলার সুযোগ পাবে। ‘বিসিএলে দল সংখ্যা কম। তাই দল বাড়ানোর লক্ষ্যে প্রথম বিভাগের শীর্ষ চার দল বিসিএলে খেলার সুযোগ পাবে’, জানিয়েছেন মহানগর ফুটবল লিগ কমিটির কো-চেয়ারম্যান ইলিয়াস হোসেন। দুই দল থেকে আকস্মিক চার দলের উন্নতি নিয়ে অবশ্য মহানগর লিগ কমিটির মধ্যেই খানিকটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বাইলজের এই ধারা এখনও অবশ্য সংশোধিত হয়ে পরিপূর্ণ অনুমোদন পায়নি।