নিজস্ব প্রতিবেদকঃ শক্তির বাহক নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় সরকারি বাংলা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তেজগাঁও কলেজ। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে শুক্রবার (১৬/০৬/২৩) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ‘১২৪ তম নজরুল জয়ন্তী’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিতর্কের বিষয় ছিল, ‘সঙ্গীতের চেয়ে গত্য ও কবিতায় নজরুল বেশি জনপ্রিয়’ । বিরোধী দলে অবস্থান নিয়ে জয় পেয়েছে তেজগাঁও কলেজ। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি ও সনদ বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন দলের বিতার্কিকেরা হলেন আছমা আক্তার আমরিন ইসলাম বিনী ও তিথি রাণী পূজা।

রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি